গোপালগঞ্জে পুলিশের তল্লাশিতে ১০ লাখ টাকা উদ্ধার
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১৩:৫১
গোপালগঞ্জে নিয়মিত চেকপোস্ট কার্যক্রমের সময় ১০ লাখ টাকাসহ শরীয়তপুর সড়ক বিভাগের এক পিওন ও একটি প্রাইভেটকার চালককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় টাকা বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, ‘বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গোপালগঞ্জ শহরের পুলিশ লাইন্স মোড় এলাকায় নিয়মিত তল্লাশির সময় একটি প্রাইভেটকার থামানো হয়। তল্লাশি চালিয়ে গাড়ির ভেতরে থাকা একটি ব্যাগ থেকে দুইটি খামে রাখা মোট ১০ লাখ টাকা উদ্ধার করা হয়।’
গ্রেফতারকৃতরা হলেন— শরীয়তপুর সড়ক বিভাগের পিওন ও মাদারীপুর জেলার সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর খসরু গ্রামের মৃত কালু মোল্যার ছেলে মোশারফ হোসেন (৬০) এবং প্রাইভেটকার চালক শরীয়তপুর জেলার পালং থানার দক্ষিণ মধ্যপাড়া এলাকার মৃত সোহরাব ব্যাপারীর ছেলে মো. মনির হোসেন (৪০)।
গোপালগঞ্জ জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পিওন মোশারফ হোসেন অসংলগ্ন কথাবার্তা বলেন। একপর্যায়ে তিনি স্বীকার করেন, শরীয়তপুর সড়ক বিভাগের একটি কাজের দরপত্র অনুমোদনের জন্য গোপালগঞ্জ সড়ক সার্কেলের সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাজ্জাদ হোসেনকে দেওয়ার উদ্দেশ্যে এই টাকা নিয়ে আসা হচ্ছিল।
পুলিশের সন্দেহ হলে সঙ্গে সঙ্গে টাকা ও প্রাইভেটকারটি জব্দ করা হয় এবং অভিযুক্ত দুইজনকে আটক করে গোপালগঞ্জ সদর থানায় নেওয়া হয়। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পলাশ সিকদার/এনএ

