Logo

সারাদেশ

কালিয়াকৈরে ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে চোরের মৃত্যু

Icon

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১৫:২১

কালিয়াকৈরে ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে চোরের মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড়ের পূর্ব পাশে ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে এক চোরের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, রাতের কোনো এক সময়ে একটি চোরচক্র ট্রান্সফর্মার চুরির উদ্দেশ্যে বৈদ্যুতিক লাইনে কাজ শুরু করে। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই এক চোরের মৃত্যু হয়। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশ ও পল্লী বিদ্যুৎ বিভাগকে অবহিত করে।

এ বিষয়ে কালিয়াকৈর পল্লী বিদ্যুৎ সমিতির ডি.জি.এম শাহারুল ইসলাম বলেন, ‘ট্রান্সফর্মার চুরি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অপরাধমূলক কাজ। বিদ্যুৎ লাইনে অবৈধভাবে হাত দেওয়ার ফলে এমন দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

মো. দেলোয়ার হোসেন/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিদ্যুৎস্পৃষ্ট

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর