সাটুরিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গ্রেপ্তার
সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৩
ছবি : বাংলাদেশের খবর
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মানিকগঞ্জের সাটুরিয়ায় উপজেলা শাখার দপ্তর সম্পাদক মো. বেলাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার দিবাগত রাত ১২টার দিকে সাটুরিয়া থানা পুলিশের একটি টিম তার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে। তিনি সাটুরিয়া ইউনিয়নের বৈলতলা গ্রামের মৃত আ. রশিদের ছেলে।
থানা সূত্রে জানা যায়, গত ২১ নভেম্বর বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে এসআই মর্তুজার করা একটি মামলায় ২৫ থেকে ৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। ওই মামলার সূত্র ধরে এই গ্রেপ্তারি কার্যক্রম পরিচালিত হয়।
সাটুরিয়া থানার ওসি নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রক্রিয়াকরণ শেষে তাকে আদালতে হাজির করা হবে।’
মাসুদ রানা/এআরএস

