কুলাউড়া উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৯
ছবি : বাংলাদেশের খবর
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমদুদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান অভিযানের অংশ হিসেবে এই গ্রেপ্তার কার্যক্রম করা হয়।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে কুলাউড়া থানা পুলিশ। জানা যায়, সকালে ইউপি চেয়ারম্যান পরিষদের সদস্যদের নিয়ে বৈঠক করছিলেন, তখনই সাদা পোশাকধারী একদল পুলিশ তাকে গ্রেপ্তার করে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা মনিরুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মমদুদ হোসেনের বিরুদ্ধে গত বছরের জুলাইয়ে ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগে দায়ের করা মামলায় তার নাম এজাহারে যুক্ত ছিল। এই মামলার সূত্র ধরেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এআরএস

