অপারেশন ডেভিল হান্ট ফেজ-২
ফেনীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১২
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১৬:০৪
গ্রাফিক্স : বাংলাদেশের খবর
'অপারেশন ডেভিল হান্ট ফেজ-২' অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জেলা পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, অভিযানে ফেনী মডেল থানা ৫ জন, দাগনভূঞা থানা ৫ জন এবং পরশুরাম থানা ২ জনকে গ্রেপ্তার করে।
ফেনী মডেল থানার গ্রেপ্তারকৃতরা হলেন : ফুলগাজী উপজেলার পশ্চিম বসন্তপুর গ্রামের মাহমুদুল হক লিমন, দাগনভূঞার পশ্চিম চন্ডিপুর গ্রামের মো. ইস্রাফিল আজম আসিফ, লালমনির হাট জেলার মির্জাকোট গ্রামের মো. শরীফুল ইসলাম, হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার কুমড়ী গ্রামের মো. আল আমিন ও ফেনী সদর উপজেলার ছনুয়া গ্রামের মো. নুর হোসেন রিয়াজ।
দাগনভূঞা থানার গ্রেপ্তারকৃতরা হলেন : ফেনী সদর উপজেলার রুহিতিয়া গ্রামের রাকিবুল হাসান, দাগনভূঞার কেরোনিয়া গ্রামের খাজা আহাম্মদ, একই উপজেলার দক্ষিণ করিমপুরের নুরুল ইসলাম, একই এলাকার তাজুল ইসলাম এবং পশ্চিম চন্ডিপুর গ্রামের মো. ইস্রাফিল আজম আসিফ।
পরশুরাম থানার গ্রেপ্তারকৃতরা হলেন : পরশুরামের দক্ষিণ কোলাপাড়া গ্রামের এনাম হোসেন ও রতনপুর গ্রামের শফিকুর রহমান।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাইফুল ইসলাম জানান, বিশেষ অভিযানে ফেনীর তিন থানা পুলিশ ১২ জনকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এম. এমরান পাটোয়ারী/এআরএস

