Logo

সারাদেশ

আলফাডাঙ্গায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১৬:১১

আলফাডাঙ্গায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

ছবি : বাংলাদেশের খবর

‘দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার কামারগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি পার্শ্ববর্তী গোপালপুর বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় টিটিসি চত্বরে এসে শেষ হয়। পরে প্রতিষ্ঠানটির সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় টিটিসির অধ্যক্ষ শাহিনুর ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। তবে অদক্ষ হয়ে বিদেশ না গিয়ে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে বিদেশে গেলে ব্যক্তি ও দেশ উভয়ই লাভবান হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলফাডাঙ্গা আদর্শ কলেজের অধ্যক্ষ এম এম মুজিবুর রহমান মুজিব। এছাড়াও টিটিসির ইন্সট্রাক্টর মিজানুর রহমান ও আশিকুল ইসলামসহ প্রতিষ্ঠানটির অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের মতামত তুলে ধরেন।

সভায় বক্তারা দালালের খপ্পর থেকে বাঁচতে বৈধ পথে বিদেশ যাওয়ার গুরুত্বারোপ করেন। তারা বলেন, সরকারি টিটিসিগুলো থেকে প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে বিদেশে গেলে উচ্চ বেতনের পাশাপাশি কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত হয়। দেশের অর্থনৈতিক ভিত মজবুত করতে রেমিট্যান্স যোদ্ধাদের এই অগ্রযাত্রাকে আরও বেগবান করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

মিয়া রাকিবুল/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

দিবস উদযাপন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর