ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৮:১৭
ছবি : বাংলাদেশের খবর
ময়মনসিংহের ভালুকায় ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে উত্তেজিত জনতার গণপিটুনিতে দিপু চন্দ্র দাশ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকার পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানায় এ ঘটনা ঘটে।
নিহত দিপু ওই কারখানার শ্রমিক এবং তারাকান্দা উপজেলার রবি চন্দ্র দাশের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্ব আরবি ভাষা দিবস উপলক্ষে কারখানার ভেতরে অবস্থানকালে দিপুর বিরুদ্ধে ধর্ম অবমাননামূলক মন্তব্য করার অভিযোগ ওঠে। এই খবর দ্রুত জানাজানি হলে শ্রমিক ও স্থানীয় জনতা উত্তেজিত হয়ে তাকে মারধর শুরু করে। গণপিটুনিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে পরিস্থিতি আরও চরম আকার ধারণ করে। উত্তেজিত জনতা মরদেহটি উদ্ধার করে মাস্টারবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় নিয়ে যায় এবং একটি গাছের সঙ্গে বেঁধে আঘাত করে। একপর্যায়ে মরদেহে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং সেটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নিয়ে আসা হয়। এর ফলে মহাসড়কের উভয় পাশে যান চলাচল দীর্ঘক্ষণ বন্ধ থাকে এবং পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে ভালুকা উপজেলা নির্বাহী অফিসার মো. ফিরোজ হোসেন জানান, মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে উদ্ভূত ঘটনায় একজন নিহত হয়েছেন এবং তার মরদেহ বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।
রোমান আহমেদ নকিব/এমএইচএস

