ওসমান হাদির মৃত্যুর ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৫
ছবি : বাংলাদেশের খবর
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর প্রতিবাদে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করর বিক্ষোভ করছে ঢাকার সাভারের স্থানীয় এনসিপি নেতাকর্মীসহ স্থানীয় ছাত্র-জনতা।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে শতাধিক এনসিপি নেতাকর্মী ও স্থানীয় ছাত্র-জনতা মহাসড়কের পাকিজা চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে।
পরে রাত ১১ টা ৫০ মিনিটের দিকে মহাসড়কের উভয় লেনে সড়কে টায়ার জ্বালিয়ে আগুন দিয়ে মহাসড়ক অবরোধ করে তারা। এতে মহাসড়কের উভয় লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়।
প্রায় ৫০ মিনিট মহাসড়ক অবরোধ করে রাখার পর রাত ১২ টা ৪০ মিনিট নাগাদ ১০ মিনিটের জন্য মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা।
এরপর রাত ১টায় আবারো মহাসড়কের উভয় লেন অবরোধ করা হয়।
এ সময় আন্দোলনকারীদের হ্যান্ড মাইকে ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও, গুড়িয়ে দাও‘, ‘শহীদ হাদির রক্তে কেনা দেশটা কারো বাপের না’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
রাত ১ টা ৪৫ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন আন্দোলনকারীরা।
সাইফুল ইসলাম শাওন/এমএইচএস

