Logo

সারাদেশ

খুলনায় প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক মিলনকে গুলি করে হত্যা

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ১১:০১

খুলনায় প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক মিলনকে গুলি করে হত্যা

ইমদাদুল হক মিলন। ছবি : সংগৃহীত

খুলনার ডুমুরিয়া উপজেলায় ইমদাদুল হক মিলন নামে এক সংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বলে পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে ডুমুরিয়া উপজেলার আড়ংঘাটা শলুয়া বাজার এলাকায় এ হামলা ঘটে বলে সাংবাদিকদের জানিয়েছেন আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আহমেদ।

নিহত ইমদাদুল হক মিলন শলুয়া প্রেস ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

ওসি শাহজাহান আহমেদ জানান, স্থানীয় একটি অনলাইন পোর্টালের সাংবাদিক মিলন হামলার সময় শলুয়া বাজারে একটি চায়ের দোকানে বসে ছিলেন। এমন সময় দুটি মোটরসাইকেলে চারজন লোক এসে আকস্মিকভাবে তার ওপর গুলি ছোড়ে এবং দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় মি. মিলনের সঙ্গে চায়ের দোকানে বসে থাকা আরও এক ব্যক্তি গুলিবিদ্ধ হন।

ঘটনার পর আশপাশের লোকজন দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাংবাদিক ইমদাদুল হক মিলনকে মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য ভর্তি রাখা হয়েছে।

পুলিশ এখনও হামলাকারীদের শনাক্ত করতে পারেনি। তবে ওসি শাহজাহান আহমেদ জানিয়েছেন, হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় অভিযান চলছে।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন গণমাধ্যম সাংবাদিক নির্যাতন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর