Logo

সারাদেশ

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ফরিদপুরে বিক্ষোভ

Icon

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ১৩:৫২

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ফরিদপুরে বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও শিক্ষার্থীরা। ছবি : বাংলাদেশের খবর

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও শিক্ষার্থীরা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টা থেকে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ চলাকালে হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফরিদপুর জেলা শাখার সদস্য সচিব সাইফ খান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কাজী রিয়াজ, সদস্য সচিব সোহেল রানা, জুলাই যোদ্ধা জনি বিশ্বাস, শাহ মো. আরাফাত, আবরার নাদিম, ইতু, নিরব, ইমতিয়াজ ও শান্তসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা না হলে আরও কঠোর ও ব্যাপক কর্মসূচি ঘোষণা করা হবে। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

এর আগে বৃহস্পতিবার রাতে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অনুরূপ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

অপূর্ব অসীম/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ওসমান হাদি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর