Logo

সারাদেশ

ওসমান হাদি হত্যার প্রতিবাদে বোয়ালমারীতে বিক্ষোভ

Icon

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ১৫:১৮

ওসমান হাদি হত্যার প্রতিবাদে বোয়ালমারীতে বিক্ষোভ

জুলাই আন্দোলনের প্রতিবাদী কণ্ঠস্বর ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে ফরিদপুরের বোয়ালমারীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুমা বোয়ালমারী সাধারণ জনতা ও শিক্ষার্থীদের ব্যানারে এ বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়।

বিক্ষোভ মিছিলটি শহরের কেন্দ্রীয় জামে মসজিদ এলাকা থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মসজিদ চত্বরে এসে সমবেত হয়।

এ সময় বিক্ষোভকারীরা ওসমান হাদিকে হত্যায় জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, ওসমান হাদি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। তাকে হত্যার মাধ্যমে কণ্ঠরোধের চেষ্টা করা হয়েছে, যা জনগণ কখনো মেনে নেবে না। তারা দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিক্ষোভ চলাকালে ‘ইনকিলাব জিন্দাবাদ’, ‘আমরা সবাই হাদির সৈনিক’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’সহ বিভিন্ন স্লোগানে শহরের পরিবেশ মুখরিত হয়ে ওঠে।

এমএম জামান/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিক্ষোভ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর