Logo

সারাদেশ

বগুড়ার শেরপুরে পৃথক দুর্ঘটনায় ২ যুবক নিহত

Icon

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ১৭:০২

বগুড়ার শেরপুরে পৃথক দুর্ঘটনায় ২ যুবক নিহত

ছবি : বাংলাদেশের খবর

বগুড়ার শেরপুরে পৃথক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর এলাকায় ওরিন পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রাফিউল হাসান (২৩) ঘটনাস্থলেই নিহত হন।

রাফিউল শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের রেজাউর করিমের ছেলে।

স্থানীয়রা জানান, রাফিউল শুক্রবার জুমার নামাজের পর শেরপুর বাসস্ট্যান্ড শাহী মসজিদে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেন। মিছিল শেষে বাড়ি ফেরার পথে মহিপুর এলাকায় তিনি মোটরসাইকেলে যাচ্ছিলেন। তখন পেছন থেকে আসা দ্রুতগামী ওরিন পরিবহন অন্য একটি বাসকে উল্টোপথে ওভারটেক করার সময় তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে রাফিউল রাস্তা থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

এর আগে ভোরে ঢাকা-বগুড়া মহাসড়কের ধুনটমোড় এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পাওয়া যায়। পুলিশ নিহতের আঙুলের ছাপ সংগ্রহ করে পরিচয় শনাক্ত করে। নিহত আব্দুর রশিদ (৩৫) কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবত্তর সিংড়া এলাকার বাসিন্দা। তার মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক আল-আমিন জানান, দুপুরের ঘটনা নিশ্চিতভাবেই সড়ক দুর্ঘটনা। ভোরের ঘটনাটিও প্রাথমিকভাবে সড়ক দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘাতক বাস শনাক্তের চেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আব্দুল ওয়াদুদ/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর