সিলেট সীমান্তে বিএসএফ-খাসিয়ার গুলিতে ২ বাংলাদেশি নিহত
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ১৯:১৭
সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও খাসিয়া সম্প্রদায়ের গুলিতে দুই বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের দমদমা সীমান্তে পৃথক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দমদমা সীমান্তের পূর্ব তুরুং গ্রামের বুরান উদ্দীনের ছেলে আশিকুর (১৯) ও একই গ্রামের মৃত রব মিয়ার ছেলে মোশাঈদ (২২)।
বিজিবি ও পুলিশ সূত্র জানায়, দমদমা সীমান্তের ১২৬০ মেইন পিলারের ২ নম্বর সাব-পিলারের প্রায় ৬০০ গজ ভারতের অভ্যন্তরে পরিহাট এলাকায় লাকড়ি আনতে গেলে খাসিয়াদের গুলিতে আশিকুর নিহত হন। পরে স্বজনরা তার মরদেহ উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসেন। বর্তমানে মরদেহ কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
একই সময়ে ভারতের দমদমা সীমান্তসংলগ্ন রাদনে এলাকায় বিএসএফের গুলিতে মোশাঈদ নিহত হন। নিহত মোশাঈদের মরদেহ বর্তমানে ভারতের টোকা ক্যাম্পে বিএসএফের হেফাজতে রয়েছে। বিএসএফ ক্যাম্প থেকে মোবাইল ফোনে বিষয়টি বিজিবিকে জানানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিজিবির বরাত দিয়ে বলেন, সীমান্তের ওপারে বিএসএফ ও খাসিয়ার গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। একজনের মরদেহ দেশে আনা হয়েছে। অপরজনের মরদেহ এখনও ভারতে রয়েছে।
রেজাউল হক ডালিম/এমবি

