ওসমান হাদির খুনিদের বিচারের দাবিতে আলফাডাঙ্গায় বিক্ষোভ
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ২০:২৩
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদ ও জড়িতদের দ্রুত বিচারের দাবিতে ফরিদপুরের আলফাডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ছবি : বাংলাদেশের খবর
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদ ও জড়িতদের দ্রুত বিচারের দাবিতে ফরিদপুরের আলফাডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা সদর বাজারের বাকাইল মোড় এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে চৌরাস্তায় এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন আলফাডাঙ্গা উপজেলা ক্বওমী উলামা ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা মাওলানা তামিম আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি এস এম হাফিজুর রহমান, খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মুফতি ইবাদত হোসাইন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি মাওলানা শরিফুল ইসলাম জুয়েল।
বক্তারা বলেন, ওসমান হাদির মতো একজন তরুণ মুখপাত্রকে গুলি করে হত্যা অত্যন্ত ন্যাক্কারজনক ও মর্মান্তিক ঘটনা। অবিলম্বে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় ছাত্রজনতা আরও কঠোর ও ব্যাপক কর্মসূচি দিতে বাধ্য হবে বলে তারা হুঁশিয়ারি দেন।
এ সময় কর্মসূচিতে ইসলামী সমমনা বিভিন্ন সংগঠন ও এনসিপির নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এর আগে গত ১২ ডিসেম্বর (শুক্রবার) জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা চলন্ত রিকশায় থাকা ঢাকা-৮ আসনের স্বত্রন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মরদেহ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে এসে পৌঁছেছে।
মিয়া রাকিবুল/এমবি

