ঠাকুরগাঁওয়ে শীতের তীব্রতা বৃদ্ধি, জনজীবন বিপর্যস্ত
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ১১:২২
উত্তরবঙ্গের সীমান্তঘেঁষা জেলা ঠাকুরগাঁওয়ে হিমেল হাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে শীতের তীব্রতা। কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
উত্তরবঙ্গের সীমান্তঘেঁষা জেলা ঠাকুরগাঁওয়ে হিমেল হাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে শীতের তীব্রতা। কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
শনিবার (২০ ডিসেম্বর) সকালে জেলার ওপর দিয়ে বয়ে যায় শীতল বাতাস। এদিন ঠাকুরগাঁওয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস।
শীতের প্রকোপ বাড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে খেটে খাওয়া মানুষদের কষ্টের শেষ নেই। দিনমজুর, রিকশাচালক ও শ্রমজীবীরা এ কনকনে শীতে কাজে বের হতে গিয়ে চরম দুর্ভোগে পড়ছেন।
সকাল থেকেই ঘন কুয়াশার সঙ্গে হালকা বৃষ্টির মতো আবহাওয়া বিরাজ করছে। এতে সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে প্রভাবিত হচ্ছে।
শীতের তীব্রতায় কৃষি কাজেও নেতিবাচক প্রভাব পড়েছে। কৃষকেরা জানান, কুয়াশা ও ঠান্ডার কারণে মাঠে কাজ করা কঠিন হয়ে পড়েছে। এতে ফসল উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বাড়ছে। সর্দি-কাশি, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে অনেকেই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকেরা ছোট শিশুদের শীত থেকে সুরক্ষিত রাখতে এবং অপ্রয়োজনে বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি বয়স্কদেরও জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
শীতের এ পরিস্থিতি অব্যাহত থাকলে সামনের দিনগুলোতে দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
আবু সালেহ/এমবি

