ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৩নং কোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রামচন্দ্রপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, আলাউদ্দিন আল আজাদ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। কোলা ও জামাল ইউনিয়নে অশান্তি সৃষ্টির লক্ষ্যে তিনি সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া ওই এলাকার সন্ত্রাসী মাসুদের আশ্রয়দাতা হিসেবেও তার নাম উঠে এসেছে। সম্প্রতি যৌথবাহিনী মাসুদের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করে।
কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রামচন্দ্রপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিএনপির দলীয় কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগসহ একাধিক মামলা রয়েছে।
এম বুরহান উদ্দীন/এমবি

