Logo

সারাদেশ

বগুড়ায় শহীদ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ১৬:৩৬

বগুড়ায় শহীদ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

বগুড়ায় হাদির গায়েবানা জানাজা

বগুড়ায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে গায়েবানা জানাজা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে বিপ্লবী ছাত্র-জনতার ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাধারণ মানুষ ও ওসমান হাদির সমর্থকরা অংশ নেন। গায়েবানা জানাজার আগে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা ওসমান হাদির হত্যাকাণ্ডকে গভীর ও পরিকল্পিত ষড়যন্ত্র বলে উল্লেখ করেন। তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং ভারতের আগ্রাসনের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে ঐক্যের আহ্বান জানান।

শাহপাড়া জামে মসজিদের খতিব আহসান হাবিব সাকিব গায়েবানা জানাজায় ইমামতি করেন। ইনকিলাব মঞ্চের বগুড়া জেলা শাখার আহ্বায়ক মো. মুয়াজ বিন মোস্তাফিজের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দল ও জুলাই প্ল্যাটফর্ম ভিত্তিক সংগঠনের নেতাকর্মীরা।

জানাজা ও সমাবেশে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া শহর শাখার আমির আবিদুর রহমান সোহেল, আপ বাংলাদেশ-এর যুগ্ম আহ্বায়ক সিফাতুল্লাহসহ আরও অনেকে। জানাজা শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় আন্দোলনকারীরা হত্যাকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।

কর্মসূচির সমন্বয়ক মো. মুয়াজ বিন মোস্তাফিজ বলেন, ‘জুলাই বিপ্লবের কণ্ঠস্বরকে স্তব্ধ করতেই শহীদ ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই শোককে আমরা শক্তিতে রূপান্তর করব। বিচার না হওয়া পর্যন্ত ছাত্র-জনতা রাজপথ ছাড়বে না।’

গায়েবানা জানাজা ও বিক্ষোভকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আলতাফুন্নেছা খেলার মাঠ ও শহরের প্রাণকেন্দ্র সাতমাথা এলাকায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়।

জুয়ল হাসান/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ওসমান হাদি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর