তারেক রহমানের আগমন
বরিশাল থেকে ঢাকা যাবে লক্ষাধিক বিএনপি কর্মী
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ১৬:৫১
বাংলাদেশের খবর
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে আগমন উপলক্ষে বরিশাল জেলা ও মহানগর বিএনপির লক্ষাধিক নেতাকর্মী ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরার খবরে বরিশালের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
দলীয় সূত্র জানায়, বরিশাল থেকে ঢাকায় যেতে ঢাকা-বরিশাল নৌরুটে চলাচলকারী অন্তত ১৫টি লঞ্চ এবং সড়ক পথে শতাধিক বাস ও অন্যান্য যানবাহন ব্যবহারের প্রস্তুতি নেওয়া হয়েছে।
বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার জানান, ‘দলের রাজনৈতিক অভিভাবক তারেক রহমানের আগমন উপলক্ষে আগামী ২৪ ডিসেম্বর রাতেই বরিশাল নগরীর লঞ্চঘাট থেকে ৫টি লঞ্চ নেতাকর্মীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এছাড়া ২৫ ডিসেম্বর সকালে নগরীর নথুল্লাবাদ এলাকা থেকে অন্তত ২০টি বাসে নেতাকর্মীরা ঢাকায় রওনা হবেন। কর্মসূচি শেষে একই দিন তারা বরিশালে ফিরে আসবেন।’
অন্যদিকে বরিশাল জেলা বিএনপির নেতারা জানান, ‘জেলার ১০টি উপজেলা থেকে পৃথকভাবে ১০টি লঞ্চে নেতাকর্মীরা ঢাকায় যাবেন। পাশাপাশি বরিশাল সদর উপজেলার নেতাকর্মীরা মহানগর বিএনপির সঙ্গে সমন্বয় করে ঢাকায় রওনা হবেন।’
বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন বলেন, ‘সব নেতাকর্মী একসঙ্গে গেলে অতিরিক্ত ভিড়ের সৃষ্টি হতে পারে। সে কারণে উপজেলা ভিত্তিক নেতাকর্মীদের ঢাকায় যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এতে যাতায়াত ও নিরাপত্তা ব্যবস্থাপনাও সহজ হবে।’
বরিশাল মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, ‘স্বৈরাচারী আওয়ামী লীগের দমন-পীড়নের কারণে তারেক রহমান দীর্ঘদিন লন্ডনে অবস্থান করতে বাধ্য হয়েছেন। ১৭ বছর পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। আগামী ২৫ ডিসেম্বর বরিশাল জেলা ও মহানগরের সব স্তরের নেতাকর্মী ঢাকায় উপস্থিত থাকবেন।’
এদিকে তারেক রহমানের আগমন ঘিরে বরিশাল জেলা ও মহানগর বিএনপি বিভিন্ন প্রস্তুতি সভা ও সমন্বয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
গাজী আরিফুর রহমান/এনএ

