Logo

সারাদেশ

কুমিল্লায় বিপুল পরিমাণ অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী শামিম গ্রেপ্তার

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৫

কুমিল্লায় বিপুল পরিমাণ অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী শামিম গ্রেপ্তার

কুমিল্লায় সেনাবাহিনী ও র‍্যাব-১১ এর এক বিশেষ যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযানে চিহ্নিত সন্ত্রাসী ও কুখ্যাত চাঁদাবাজ মো. নাজমুল ইসলাম শামীমকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব ও সেনাবাহিনী সূত্র জানিয়েছে, প্রাপ্ত নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (২০ ডিসেম্বর) আনুমানিক রাত ২টা থেকে সকাল ৬টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।

অভিযানের শুরুতে জাঙ্গালিয়া এলাকার শামীমের নিজ বাসভবনে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ স্থানীয়ভাবে তৈরি আগ্নেয়াস্ত্র, দেশি ও বিদেশি গোলাবারুদসহ বিভিন্ন অপরাধমূলক সামগ্রী উদ্ধার করা হয়। পরবর্তীতে তার ব্যবহৃত একাধিক গোপন আস্তানায়ও তল্লাশি চালানো হয়।

প্রাথমিকভাবে অভিযুক্ত শামীমকে তার বাসায় পাওয়া না গেলেও র‍্যাব-১১ জিপিএস ও লোকেশন ট্র্যাকিং পরিচালনা করে তার অবস্থান শনাক্ত করা হয়। পরে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাকে সফলভাবে গ্রেপ্তার করা হয়।

আটক হওয়া শামীম কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা। তিনি জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডের সহ-সভাপতি হিসেবে পরিচিত এবং পূর্বে আওয়ামী লীগ সংশ্লিষ্ট রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন বলে জানা গেছে।

এছাড়াও তিনি কুমিল্লা শহরের একজন চিহ্নিত বড় চাঁদাবাজ হিসেবে পরিচিত। তার ভয়ে অনেক ভুক্তভোগী প্রকাশ্যে অভিযোগ করতে সাহস পান না বলেও সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে।

উদ্ধারকৃত অস্ত্র ও সামগ্রীর মধ্যে রয়েছে, স্থানীয়ভাবে তৈরি পাইপগান তিনটি, ৬০ রাউন্ড কার্তুজ, বিভিন্ন বোরের ৬০ রাউন্ড গুলি, মেশিনগানের গোলাবারুদ ১৮ রাউন্ড, পিস্তলের গোলাবারুদ এক রাউন্ড, রিভলভারের গোলাবারুদ এক রাউন্ড, ১০টি ছুরি, চাপাতি ও চাইনিজ কুড়াল, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, মানিব্যাগ, এটিএম কার্ড, ড্রাইভিং লাইসেন্স ও জাতীয় পরিচয়পত্র মোট আটটি।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, ‘শামীমের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা ও সদর দক্ষিণ থানায় অন্তত সাতটি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে দাঙ্গা, হত্যাচেষ্টা, গুরুতর জখম, নারী ও শিশু নির্যাতন দমন আইন, বিশেষ ক্ষমতা আইনসহ পেনাল কোডের একাধিক গুরুতর ধারা অন্তর্ভুক্ত রয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা ও প্রাথমিক আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে শামীমকে র‍্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে।’

র‍্যাব এ বিষয়ে জানিয়েছে, ‘শামীমকে আরও জিজ্ঞাসাবাদ শেষে সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হবে।’

সেনাবাহিনী সূত্র জানায়, এই অভিযানটি ৩৩ পদাতিক ডিভিশনের আওতাধীন ৪৪ পদাতিক ব্রিগেডের অধিনায়কত্বে ২৩ বীর কর্তৃক পরিচালিত একটি উল্লেখযোগ্য ও সফল অভিযান।

আনোয়ার হোসাইন/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অস্ত্র উদ্ধার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর