Logo

সারাদেশ

রামুতে বিজিবির অভিযান

১০ হাজার ইয়াবাসহ পাচারকারী আটক

Icon

রামু (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ১৯:২০

১০ হাজার ইয়াবাসহ পাচারকারী আটক

কক্সবাজারের রামুতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টে এই অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, ‘গোপন সংবাদের ভিত্তিতে রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদের নির্দেশনায় সহকারী পরিচালক মো. কবির হোসেনের নেতৃত্বে একটি টহল দল তল্লাশি অভিযান শুরু করে। এসময় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সন্দেহভাজন ইজিবাইক (টমটম) থামানো হয়। তল্লাশিকালে যাত্রীর বসার সিটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।’

আটককৃত মাদক কারবারির নাম মো. সৈয়দ নূর (২২)। তিনি রামু উপজেলার দারিয়ার দিঘী গ্রামের মো. হাবিব উল্লাহর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সৈয়দ নূর মাদক পরিবহনের সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

রামু বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আটককৃত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে বিজিবির কঠোর নজরদারি অব্যাহত থাকবে।’

কামাল শিশির/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাদক কারবারি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর