Logo

সারাদেশ

আলফাডাঙ্গায় নৌযান মাস্টার লিয়াকত হোসেনের স্মরণসভা ও দোয়া

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ১৯:২৬

আলফাডাঙ্গায় নৌযান মাস্টার লিয়াকত হোসেনের স্মরণসভা ও দোয়া

 ফরিদপুরের আলফাডাঙ্গায় বাংলাদেশ নৌযান ফেডারেশনের সদস্য লিয়াকত হোসেন মাস্টারের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ নভেম্বর) বিকালে উপজেলার কুচিয়াগ্রাম বটতলা বাজারে স্থানীয় ‘কুচিয়াগ্রাম নাবিক ঐক্য পরিষদ’ এই অনুষ্ঠানের আয়োজন করেন।

​স্মরণসভায় লিয়াকত হোসেনের বর্ণাঢ্য কর্মজীবনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন, আলফাডাঙ্গা আদর্শ নাবিক বহুমুখী সমিতির উপদেষ্টা বেলায়েত হোসেন মাস্টার, আবু তাহের মাস্টার, সংগঠনটির সাধারণ সম্পাদক মো. আফসার মাস্টার, সিনিয়র সহ-সভাপতি ইরান মোল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল আলম ও স্থানীয় ইউপি সদস্য মকিবুল হোসেন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ‘লিয়াকত হোসেন ছিলেন নৌযান ফেডারেশনের একজন নিবেদিতপ্রাণ ও আদর্শবান সদস্য। নৌখাতের উন্নয়নে এবং নাবিকদের অধিকার আদায়ে তার বলিষ্ঠ ভূমিকা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। তার অকাল মৃত্যুতে আলফাডাঙ্গা উপজেলার সমগ্র নাবিক সমাজের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।’

আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

​উল্লেখ্য, আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের চর কুচিয়াগ্রামের বাসিন্দা লিয়াকত হোসেন মাস্টার গত ৮ নভেম্বর স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী ও সহকর্মী রেখে গেছেন।

মিয়া রাকিবুল/এনএ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর