Logo

সারাদেশ

বুড়িচংয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত, ২ ভাটা উচ্ছেদ

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ১৯:৩৫

বুড়িচংয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত,  ২ ভাটা উচ্ছেদ

পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে এবং অবৈধ কার্যক্রম বন্ধে কুমিল্লার বুড়িচং উপজেলায় ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়েছে। অভিযানে নিষিদ্ধ এলাকায় স্থাপিত দুটি অবৈধ ইটভাটা সম্পূর্ণ উচ্ছেদ করা হয়।

শনিবার (২০ ডিসেম্বর) বুড়িচং উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী নিষিদ্ধ এলাকায় অবস্থিত হওয়ায় নিম্নলিখিত প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত মেসার্স ফাইভ স্টার ব্রিকসের নামক ভাটার চিমনি ভেঙে দেয় এবং কিলন (চুল্লি) উচ্ছেদ করে সকল কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করে। মেসার্স কোহিনুর এন্টারপ্রাইজ ভাটারও চিমনি ও কিলন উচ্ছেদ করে কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়।

অভিযান শেষে বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর হোসেন বলেন, ‘পরিবেশ রক্ষা ও জনস্বার্থে কোনো ধরনের অবৈধ ইটভাটা চলতে দেওয়া হবে না। নিয়ম লঙ্ঘনকারী ইটভাটার বিরুদ্ধে আমাদের এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।’

এ অভিযানে পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মো. রায়হান মোর্শেদ, পরিদর্শক জোবায়ের হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে বাংলাদেশ সেনাবাহিনী, বুড়িচং থানা পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যরা।

সোহাইবুল ইসলাম সোহাগ/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

উচ্ছেদ অভিযান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর