Logo

সারাদেশ

পঞ্চগড়ে শীতের নতুন জামায় শিক্ষার্থীদের উল্লাস

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ২০:২১

পঞ্চগড়ে শীতের নতুন জামায় শিক্ষার্থীদের উল্লাস

ছবি : বাংলাদেশের খবর

পঞ্চগড়ে শিক্ষার্থীদের নিয়ে শীত আনন্দ উৎসবে মেতে উঠেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন শিশুস্বর্গ। প্রতি বছরের মতো এ বছরও শীতের নতুন জামা (হুডি) ও শিক্ষা উপকরণ দিয়ে শিশুদের মুখে হাসি ফুটাচ্ছে সংগঠনটি।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় উচ্চ বিদ্যালয়ে শিশুস্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে ও এভারেস্ট ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় ১৬টি স্কুলের ১ হাজার ৮০০ শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

চলতি শীত মৌসুমে জেলার ৭৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭ হাজার ৫০০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র উপহার দেওয়ার কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় পর্যায়ে এসব শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করা হলো।

অনুষ্ঠানে এভারেস্ট ফার্মাসিউটিক্যালসের ম্যানেজিং ডিরেক্টর জাকির হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার সামুয়েল সাম্মা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, সদর থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম, শিশুস্বর্গ ফাউন্ডেশনের উপদেষ্টা হায়াতুন আলম, পঞ্চগড় উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান, পঞ্চগড় স্বেচ্ছাসেবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট আহসান হাবীব এবং শিশুস্বর্গের প্রতিষ্ঠাতা কবীর আহমেদ আকন্দ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিশুস্বর্গের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শিশুস্বর্গের শীত আনন্দ উৎসবে কিন্ডারগার্টেন, মাদ্রাসা, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী ও অভিভাবক অংশ নেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে পরিচালিত এ সংগঠনটি দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

শিশুস্বর্গ ফাউন্ডেশন জানায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগিতা ও উদ্যোগে গড়ে ওঠা সংগঠনটি শীত আনন্দ উৎসবের মাধ্যমে প্রতিবছরের মতো এ বছরও পঞ্চগড় জেলার ৭ হাজার ৫০০ শিশু-কিশোরকে শীতের কাপড় ও স্কুল ব্যাগ উপহার দিচ্ছে। এভারেস্ট ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় জেলার ৭৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসব উপহার পাচ্ছে। আজ দ্বিতীয় ধাপে ১ হাজার ৮০০ শিশু-কিশোরের হাতে উপহার তুলে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকিদের হাতেও শীতের উপহার তুলে দেওয়া হবে। শীতের নতুন কাপড় ও নতুন স্কুল ব্যাগ পেয়ে শিশুদের আনন্দে যোগ হয়েছে নতুন মাত্রা।

শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক কবীর আকন্দ বলেন, এ বছর আমরা শীত আনন্দ উৎসবের মাধ্যমে এভারেস্ট ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় ৭৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭ হাজার ৫০০ শিশুকে শীতের উপহার হিসেবে নতুন জামা ও স্কুল ব্যাগ দিচ্ছি।

তিনি আরও বলেন, ২০১০ সালে দেশের উত্তরের প্রান্তিক উপজেলা তেঁতুলিয়া সদরের দর্জিপাড়া সীমান্তঘেঁষা এলাকার অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের স্কুলমুখী করতে শিশুস্বর্গ প্রতিষ্ঠা করা হয়। সে সময় থেকে শিশুস্বর্গ ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তিতে পড়ালেখা করছে ৬৫ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ২৫ জন শিক্ষার্থী দেশের নামকরা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে। এ ছাড়া শীতবস্ত্র বিতরণ, শিক্ষাবৃত্তি প্রদান, স্বল্পশিক্ষিত বেকারদের কর্মসংস্থান, নারীদের স্বনির্ভরতা গড়ে তুলতে প্রশিক্ষণ, শিক্ষার্থীদের আইটি প্রশিক্ষণ, মাধ্যমিক বিদ্যালয় হিসেবে রওশন আরা মেমোরিয়াল শিশুস্বর্গ বিদ্যালয় পরিচালনা, পাঠাগার ও নারী উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম চালু করেছে শিশুস্বর্গ ফাউন্ডেশন।

এসকে দোয়েল/এমএইচএস
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর