Logo

সারাদেশ

সাতক্ষীরায় চলাচলের পথ নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৯

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ২০:৩০

সাতক্ষীরায় চলাচলের পথ নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৯

ছবি : বাংলাদেশের খবর

সাতক্ষীরার শ্যামনগরে চলাচলের পথ নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে গোলাম হোসেন (৬০) নামে এক দিনমজুরকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় জনতার সহায়তায় নয়জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২০ ডিসেম্বর) সকালে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের জাবাখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গোলাম হোসেন ওই গ্রামের মৃত হামিজ উদ্দিন মোড়লের ছেলে।

স্থানীয়রা জানান, বাড়িতে যাতায়াতের একটি চলাচলের পথ নিয়ে গোলাম হোসেনের সঙ্গে প্রতিবেশী বদর মোড়লের ছেলে রেজাউল মোড়ল এবং এমান আলী মোড়লের ছেলে সাইফুল মোড়ল, সেলিম মোড়ল ও ফারুক মোড়লসহ কয়েকজনের দীর্ঘদিনের বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার সালিশ হলেও স্থায়ী সমাধান হয়নি। সর্বশেষ বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে অভিযোগ করলে ১৮ ডিসেম্বর শুনানির দিন ধার্য করা হয়। তবে প্রতিপক্ষ হাজির না হওয়ায় নতুন করে শুনানির দিন নির্ধারণ করা হয়েছিল।

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, পথ সংক্রান্ত মামলায় আদালতের নোটিশ জারির পর ক্ষুব্ধ হয়ে শনিবার সকাল আটটার দিকে বিরোধপূর্ণ স্থানের কাছে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে প্রতিপক্ষ দেশীয় ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠি দিয়ে গোলাম হোসেনের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাকির হোসেন জানান, নিহতের বুকে ও পেটে ধারালো অস্ত্রের গভীর আঘাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

ঘটনার পর উত্তেজিত জনতা হামলাকারীদের ধাওয়া দিয়ে একটি ঘরে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাজিবের নেতৃত্বে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নয়জনকে আটক করে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রক্তমাখা ছুরি উদ্ধার করে।

আটক ব্যক্তিরা হলেন— সেলিম মোড়ল (৫০), সাইফুল মোড়ল (৩৫), ফারুক মোড়ল (৩২), রেজাউল মোড়ল (৪০), তার স্ত্রী মাছুমা বেগম (৩৫), সেলিম মোড়লের স্ত্রী ফাতেমা বেগম (৪০), সাইফুল মোড়লের স্ত্রী মাহফুজা বেগম (৩০), ফারুক মোড়লের স্ত্রী জহুরা খাতুন (৩০) এবং এমান আলীর স্ত্রী সফুরা বেগম (৬৫)। আটকের পর উত্তেজিত জনতা তাদের কয়েকটি ঘরবাড়ি ও একটি মোটরসাইকেল ভাঙচুর করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহতের ছেলে হাফিজুর রহমান বলেন, শুধু যাতায়াতের পথ ব্যবহার করতে চাওয়ার কারণেই আমার বাবাকে হত্যা করা হয়েছে। আমি এই হত্যাকাণ্ডের সঠিক বিচার চাই।

শ্যামনগর থানার উপ-পরিদর্শক মোহাম্মদ বিপ্লব হোসেন জানান, পথ সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

আব্দুস সামাদ/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর