Logo

সারাদেশ

বাউফলে বিশেষ অভিযানে আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১১:৪৭

বাউফলে বিশেষ অভিযানে আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

পটুয়াখালীর বাউফলে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে বাউফল সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ টি এম কাওসারকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে বাউফল সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ টি এম কাওসারকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাউফল সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বুজরুক আলী সিকদার বাড়ির মাদ্রাসার সামনে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ টি এম কাওসার একই এলাকার নূর হোসেনের ছেলে।

পুলিশ জানায়, চলমান ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ টি এম কাওসার বাউফল সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

এ বিষয়ে বাউফল থানার ওসি সিদ্দিকুর রহমান বলেন, গ্রেপ্তারের পর তাকে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরিফুল ইসলাম সাগর/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর