Logo

সারাদেশ

ধানের শীষে ভোট করার ঘোষণা দিলেন অ্যাটর্নি জেনারেল

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১২:০৪

ধানের শীষে ভোট করার ঘোষণা দিলেন অ্যাটর্নি জেনারেল

পদত্যাগ করে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। ছবি : বাংলাদেশের খবর

পদত্যাগ করে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ‘আগামী ২৮ তারিখ পদ (অ্যাটর্নি জেনারেল) থেকে অব্যাহতি নিয়ে আপনাদের সঙ্গে সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেব। আমি এলাকার উন্নয়ন ও সন্ত্রাসমুক্ত শৈলকুপা গড়ার লক্ষ্যেই সংসদ সদস্য হতে চাই।’

শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাজারে একটি বিশেষ দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় শৈলকুপা উপজেলা বিএনপি এ মাহফিলের আয়োজন করে।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমরা ধানের শীষে ভোট করবো। বিএনপির শীর্ষ পর্যায় থেকে আলহামদুলিল্লাহ আমাদেরকে সেরকমই জানানো হয়েছে। আগামী ২৮ তারিখ থেকে আমি ২৪ ঘণ্টা আপনাদের নিয়ে ভোটের মাঠে কাজ করবো। আমি চব্বিশ ঘণ্টা আপনাদের সঙ্গে থাকবো।’

তিনি আরও বলেন, ‘আমি ভোট ডাকাতের এমপি হতে চাই না। ভোট চুরির এমপি হতে চাই না। আমি এমপি হতে চেয়েছি এই সমাজকে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে।’

মো. আসাদুজ্জামান বলেন, ‘আমি দুর্নীতি বা আলিশান বাড়ি করার জন্য এমপি হতে চাইনি। আল্লাহ আমাকে বাড়ি-গাড়ি দিয়েছেন, সন্তান দিয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে একটি সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্য আমি স্বপ্ন দেখেছি।’

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘বিগত ১৭ বছর পর আপনারা দেশের মানুষ ভোট দিতে যাবেন। আপনারা এতদিন ভোট দিতে পারেননি। ভোট আপনার সাংবিধানিক অধিকার। সেই অধিকার কেড়ে রাখা হয়েছিল।’

তিনি বলেন, ‘আমি শৈলকুপার শিক্ষক প্রতিনিধিদের বলেছি— প্রিসাইডিং অফিসার হিসেবে আপনি শুধু নিশ্চিত করবেন, প্রতিটি ভোটার যেন তার ভোট প্রয়োগ করতে পারেন।’

মো. আসাদুজ্জামান বলেন, ‘আমার শৈলকুপার প্রতিটি ঘরে ঘরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস কর্মকর্তা তৈরি হবে। ভালো ব্যবসায়ী, সৎ মানুষ তৈরি হবে। নিজের পক্ষে কমপক্ষে একজন অ্যাটর্নি জেনারেল তৈরি হবে। এরকম একটি শৈলকুপার স্বপ্ন দেখে আমি আগামী দিনে আপনাদের সামনে আসছি। আপনাদের পাশে থাকবো। দেখা হবে রাজপথে, কথা হবে ধানের শীষের মিছিলে, উন্নয়নের মিছিলে, গণতন্ত্রের মিছিলে, আইনের শাসন প্রতিষ্ঠার মিছিলে এবং একটি স্বপ্নের শৈলকুপার মিছিলে আপনাদের সঙ্গে আমার দেখা হবে।’

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘একটি দলের নারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করে বেড়াচ্ছে। আমরা বিশ্বাস করি, আল্লাহ এক ও অদ্বিতীয়। কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে, তা কেবল কিয়ামতের ময়দানেই ফয়সালা হবে। ভোটের আশায় জান্নাতের টিকিট বিক্রি করা কুফরি। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, সবাই বাড়ি বাড়ি গিয়ে মানুষের এই ভ্রান্ত ধারণা দূর করবেন।’

মো. আসাদুজ্জামান বলেন, ‘আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশের হৃদপিণ্ড, বাংলাদেশের যা কিছু শুভ, যা কিছু ভালো—যে পরিবারের হাত ধরে এসেছে, সেই জিয়া পরিবারের মধ্যমণি বেগম খালেদা জিয়া অসুস্থ। আমরা তার সুস্থতার জন্য দোয়া চাই। এছাড়া এই সময়ের মধ্যেই বাংলাদেশের আরেকজন সূর্যসন্তান শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমাদের মাঝ থেকে চলে গেছেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি।’

শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, পৌর বিএনপির সভাপতি আবু তালেব মিয়া, সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডু, জেলা কৃষকদলের আহ্বায়ক ওসমান আলীসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

এম বুরহান উদ্দীন/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অ্যাটর্নি জেনারেল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর