বাউফলের ধুলিয়া বাজারে আগুন, ৫ দোকান পুড়ে ছাই
বাউফল(পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১২:৫৪
বাংলাদেশের খবর
পটুয়াখালীর বাউফলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
শনিবার (২০ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার ধুলিয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে পুড়ে যাওয়া দোকানগুলো হলো- রাকিব হোসেনের ফার্মেসি, সুলতান মেলকারের চায়ের দোকান, বেলাল মেলকারের মুদি ও মণিহারি দোকান, আমিন হোসেনের মুদি দোকান এবং নয়ন শরীফের খাবার হোটেল।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ একটি দোকান থেকে আগুনের লেলিহান শিখা বের হতে দেখা যায়। দ্রুত আগুন আশপাশের দোকানগুলোতেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও তীব্র আগুনের কারণে তা সম্ভব হয়নি।
পরবর্তীতে সংবাদ পেয়ে বাউফল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এর আগেই দোকানগুলো সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।
বাউফল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার সোরহাব বলেন, ‘আগুন লেগেছে রাত সাড়ে ৩টার দিকে, আমরা কল পেয়েছে ৪ টার দিকে। যেতে যেতে সাড়ে ৪টা বেজে গেছে। তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ নিশ্চিত করা হবে।’
আরিফুল ইসলাম সাগর/এনএ

