ঝিনাইদহে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ১
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১৩:১৭
ঝিনাইদহে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তানভির হাসান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর এক বন্ধু আহত হয়েছেন। শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার ক্যাডেট কলেজের সামনে এ ঘটনা ঘটে।
নিহত তানভির হাসান শহরের কালিকাপুর এলাকার আবুল বাসার বিশ্বাসের ছেলে। এ ঘটনায় আহত আকাশ হোসেনকে সদর হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান জানান, ‘সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বন্ধু আকাশ হোসেনকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে ঝিনাইদহ শহর থেকে শৈলকুপার দিকে যাচ্ছিল তানভির হাসান। পথিমধ্যে ক্যাডেট কলেজের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গতিরোধকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার পাশে পড়ে ঘটনাস্থলেই মারা যায় তানভির হাসান। সে সময় আহত হয় তার বন্ধু আকাশ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে এবং নিহতের মৃতদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’
তানভিরের বাবা আবুল বাসার বিশ্বাস বলেন, ‘ছেলেটা বন্ধুর মোটরসাইকেল নিয়ে বাইরে বেরিয়েছিল, ফিরলো লাশ হয়ে। আমার বুক খালি হয়ে গেল।’
ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় নিহত ও আহত যুবককে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়। মোটরসাইকেলটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ’
এম বুরহান উদ্দীন/এনএ

