নওগাঁ সীমান্তে ৭৯০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ চোরাকারবারী গ্রেপ্তার
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১৪:৫২
নওগাঁর সাপাহার সীমান্তে অভিযান চালিয়ে ৭৯০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে বিজিবি।
শনিবার (২০ ডিসেম্বর) রাত ১১টা ১০ মিনিটে নওগাঁ জেলার সাপাহার থানাধীন নওগাঁ ব্যাটালিয়নের আদাতলা বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। হাবিলদার মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে টহল দলটি দক্ষিণ পাতাড়ী গ্রামের মসজিদসংলগ্ন কাঁচা সড়কে অভিযান চালিয়ে মাদকসহ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. আব্দুল হালিম (বাবু) (২৮)। তিনি দক্ষিণ পাতাড়ী গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে সাপাহার থানায় মামলা দায়ের করে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় গরু ও মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালান প্রতিরোধে সর্বাত্মক অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি।
জাহাঙ্গীর আলম মানিক/এনএ

