Logo

সারাদেশ

শ্রীপুরে অবৈধ মৎস্য ফিড কারখানায় অভিযান, জরিমানা ও কার্যক্রম বন্ধ

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১৬:৩১

শ্রীপুরে অবৈধ মৎস্য ফিড কারখানায় অভিযান, জরিমানা ও কার্যক্রম বন্ধ

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী দেওচালা এলাকায় অনুমোদনহীনভাবে পরিচালিত একটি মৎস্য খাদ্য উৎপাদনকারী কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। এ সময় কারখানাটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার দুপুরে উপজেলার টেপিরবাড়ী দেওচালা এলাকায় অবস্থিত ‘আমিন ফিড’ নামের কারখানায় অভিযান পরিচালনা করেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম। অভিযানে কারিগরি সহায়তায় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল হাসান।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, কারখানাটি কোনো বৈধ লাইসেন্স বা অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে মৎস্য খাদ্য উৎপাদন ও কাঁচামাল গুদামজাত করে আসছিল। অভিযানে কাঁচামালের পুষ্টিগুণ, সংরক্ষণ ব্যবস্থা ও গুদামজাতকরণে একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠানটির পরিবেশ অধিদপ্তর কিংবা মৎস্য অধিদপ্তরের কোনো অনুমোদনও ছিল না।

স্থানীয় বাসিন্দারা জানান, কারখানা থেকে নির্গত দুর্গন্ধে এলাকাবাসী দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছিল। বিশেষ করে পাশের একটি মসজিদে নামাজ আদায়ে মুসল্লিদের চরম দুর্ভোগ পোহাতে হতো। তারা আবাসিক এলাকা থেকে এ ধরনের পরিবেশ দূষণকারী কারখানা স্থায়ীভাবে অপসারণের দাবি জানান। উপজেলা প্রশাসনের এ অভিযানকে স্বাগত জানিয়ে সচেতন মহল অবৈধ মৎস্য খাদ্য উৎপাদন বন্ধে নিয়মিত তদারকির দাবি জানিয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন, ২০১০ অনুযায়ী কারখানাটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানার কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ভবিষ্যতে একই অপরাধে জড়িত থাকলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ অধিদপ্তর ও মৎস্য অধিদপ্তরের অনুমোদন এবং প্রয়োজনীয় লাইসেন্স সংগ্রহ করলে কারখানাটি পুনরায় চালু করতে পারবে।’

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল হাসান বলেন, ‘অনিবন্ধিত কারখানায় উৎপাদিত নিম্নমানের মৎস্য খাদ্য মাছের স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর, তেমনি তা মানুষের স্বাস্থ্যের ওপরও বিরূপ প্রভাব ফেলতে পারে। এ কারণে অবৈধ মৎস্য ফিড কারখানার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’

আতাউর রহমান সোহেল/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

উচ্ছেদ অভিযান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর