চকরিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১৭:২৮
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় হানিফ বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী প্রবাসী যুবক মোঃ শফিউল আলম আয়াজ (৩০) নিহত হয়েছেন। আজ রবিবার (২১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়কের ফাঁসিয়াখালী ঢালার ছগিরশাহকাটা নতুন মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ বাসটি আটক করেছে বলে ওসি মেহেদী হাসান জানিয়েছেন। নিহত আয়াজ চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের পুরাতন বাসষ্টেশন পাড়ার মোঃ সেলিম উদ্দিনের পুত্র ও দুবাই প্রবাসী। আয়াজ পেশায় দর্জি ছিলেন বলে জানা গেছে।
ইবনে আমিন/আইএইচ

