Logo

সারাদেশ

শ্রীপুরে পৃথক স্থানে আগুনে পুড়ল ৩ ব্যবসা প্রতিষ্ঠান ও ৯ বসতঘর

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১৩:১৫

শ্রীপুরে পৃথক স্থানে আগুনে পুড়ল ৩ ব্যবসা প্রতিষ্ঠান ও ৯ বসতঘর

গাজীপুরের শ্রীপুরে পৃথক দুটি স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি ব্যবসা প্রতিষ্ঠান ও নয়টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

সোমবার(২২ ডিসেম্বর) ভোর ৫টার দিকে শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চন্নপাড়া গ্রামে মাওনা চৌরাস্তার বিশিষ্ট ব্যবসায়ী মো. মনির হোসেনের ভাড়া বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একই ভবনের আটটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোররাতে একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের কক্ষে ছড়িয়ে পড়ে। এতে আসবাবপত্র, কাপড়চোপড়সহ প্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, এ ঘটনায় অন্তত ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

অন্যদিকে, একই দিন ভোররাত আড়াইটার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের জয়নতলী উত্তরপাড়া এলাকায় আব্দুস সালামের মালিকানাধীন তিনটি দোকান ও একটি বসতঘরে আগুন লাগে। এতে একটি মুদি দোকান, তুলার গোডাউন, একটি অটোরিকশা এবং পাশের বসতঘরের সব মালামাল পুড়ে যায়। এ ঘটনায়ও প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত পরিবার।

স্থানীয়রা জানান, রাস্তার পাশে সারিবদ্ধভাবে তিনটি দোকান ও একটি বসতঘর ছিল। মধ্যরাতে তুলার গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত আশপাশের দোকান ও বসতঘরে ছড়িয়ে পড়ে।

স্থানীয় যুবক সজীব বলেন, ‘ঘুমের মধ্যে আগুন লাগার বিষয়টি কেউ টের পায়নি। আগুন ছড়িয়ে পড়ার পর মানুষ ছুটে এলেও কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।’

ভুক্তভোগী আব্দুস সালাম বলেন, ‘এক রাতেই সব শেষ হয়ে গেছে। দোকান, ঘর আর অটোরিকশা—সব পুড়ে ছাই।’

শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. নুরুল করিম বলেন, ‘চন্নপাড়া এলাকায় মনির হোসেনের ভাড়া বাসায় অগ্নিকাণ্ডে আটটি বসতঘর পুড়ে গেছে। দুটি ইউনিট কাজ করে এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানা যাবে।’

তিনি আরও জানান, ‘মাওনা ইউনিয়নের জয়নতলী উত্তরপাড়া এলাকার অগ্নিকাণ্ডের বিষয়ে তাৎক্ষণিকভাবে তার কাছে কোনো তথ্য নেই।’

আতাউর রহমান সোহেল/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অগ্নিকাণ্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর