Logo

সারাদেশ

সাভার-আশুলিয়ায় পৃথক অভিযানে ৫ ডাকাতসহ গ্রেপ্তার ৮

Icon

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১৩:৪৬

সাভার-আশুলিয়ায় পৃথক অভিযানে ৫ ডাকাতসহ গ্রেপ্তার ৮

ঢাকার সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযান পরিচালনা করে তিনজন মাদককারবারিসহ ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় মদের কারখানা থেকে বিপুল পরিমাণ মদসহ তৈরির সরঞ্জামাদি জব্দ করা হয়। গ্রেফতার ডাকাতদের কাছ থেকে উদ্ধার করা হয় ধারালো ছুরি, একটি কাঠের লাঠি এবং তিনটি লোহার রড। 

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে গ্রেফতারদের প্রিজনভ্যানে করে অন্যান্য আসামিদের সাথে ঢাকার আদালতে পাঠানো হয়েছে। এর আগে ঢাকার আশুলিয়ায় ইউনিক এলাকায় দেলোয়ার দেওয়ানের মালিকানাধীন একটি বাড়িতে অভিযান চালিয়ে মদসহ মাদক কারবারিদের গ্রেফতার করা হয়। অন্যদিকে ঢাকা আরিচা মহাসড়কের পাকিজা মোড় থেকে ডাকাতির প্রস্তুতি কালে ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন— করুন বিকাশ চাকমা (২০), সোহেল মিয়া (৩২) ও বাদল ভূঁইয়া এবং গ্রেপ্তারকৃত ডাকাতরা হলেন— মো. রাজিব (৩০), মো. রবিউল মিয়া (৩৫), মো. পাভেল (২৮), মো. আবুল বাশার (৩৬) ও মো. মনির হোসেন (২৮)।

ডিবি পুলিশ জানায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইউনিকের ওই বাড়িতে চোলাই মদ তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। পরে গতকাল রাতে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এ সময় মদ তৈরির কারিগরসহ কারখানার মালিকসহ তিনজনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় ১০৪০ চোলাই মদসহ তৈরির বিভিন্ন সরঞ্জাম।

এদিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা আরিচা মহাসড়কের পাকিজা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

ডিবি উত্তরের ওসি মো. সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার দুপুরে তাদের প্রিজনভ্যানে করে ঢাকার আদালতে পাঠানো হয়েছে।

সাইফুল ইসলাম শাওন/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার উদ্ধার অভিযান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর