Logo

সারাদেশ

কুয়াকাটায় ১১ মাসেই হাফেজ হলেন শিশু মারজুকা

Icon

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৯

কুয়াকাটায় ১১ মাসেই হাফেজ হলেন শিশু মারজুকা

ধর্মীয় শিক্ষায় শিক্ষিত পরিবারের দুই সন্তানের মধ্যে মোসা. মারজুকা বড় । মারজুকা শিশু থেকেই অত্যন্ত মেধাবী। ১০ বছর বয়সি শিশু মারজুকা তার সফলতায় শিক্ষক-শিক্ষিকা  পরিবার ও এলাকাবাসীর সবার প্রশংসায় ভাসছেন।

ভর্তি হওয়ার পর নাজেরা শেষ করে মাত্র ১১ মাসে পবিত্র কোরআন মুখস্ত করে এখন হাফেজা মারজুকা । কুয়াকাটার আলিপুর আল হুদা মহিলা মাদ্রাসায় এখন শুনানি করছে মারজুকা । ভোরের সূর্য উঁকি দেয়ার আগেই নিয়ম অনুযায়ী নামাজ শেষে আল হুদা মাদ্রাসার সকল শিক্ষার্থীদের তালিম দেন শিক্ষিকা। সকালের ছবকের ক্ষেত্রে সময় ক্ষেপন হলেও মারজুকার ক্ষেত্র ছিল ভিন্ন।

অদম্য মেধাবীর কারণে প্রতি দিন অতিরিক্ত মুখস্থ পড়া দিতেন। এ বছরে দশজন শিক্ষার্থী হাফেজার বিদায় সংবর্ধনা দিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ তার ভিতরে কনিষ্ঠ হাফেজা মারজুকা। বিদায় সংবর্ধনায় আশা শিশু মেধাবী মারজুকার পরিবার ও শিক্ষকরা এভাবেই তাদের অনুভূতি প্রকাশ করেন।

কুয়াকাটা উপকূলীয় অঞ্চলে সাগর পাড়ে কম বয়সি কোরআন মুখস্তকারী এই হাফেজা কে নিয়ে তার বাবা হাফেজ মাওলানা আবু বক্কর সিদ্দিক স্বপ্ন ব্যক্ত করেন, ‘আমার মারজুকা ছোটবেলা থেকেই মেধাবী ইনশাল্লাহ আমি চাই আগামী দিনগুলোতে ইসলামের শিক্ষায় শিক্ষিত হয় মানুষের মাঝে দ্বীনি শিক্ষা দিয়ে কোরআনের আলো ছড়িয়ে দিতে পারে।’

 শিশু মেধাবী মারজুকা জানায়, ‘ইসলামি শিক্ষায় শিক্ষিত হয়ে বড় আলেমা হবেন।’

ইসলামি আলহুদা মাদ্রাসার পরিচালক বশির আহমেদ বলেন, ‘আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসা শুরু থেকে এখন পর্যন্ত সবচেয়ে মেধাবী ছাত্রী মারজুকা । ভর্তি হওয়ার পর থেকেই দেখছি সে অনেক মেধাবী অল্পতেই সে মুখস্ত করে ফেলতে পারে। ওর জন্য দোয়া করি ও যেন ভালো হাফেজা হয়ে বিশ্বজয় করতে পারে।’

মাত্র ১০ বছর বয়সি ১১ মাসে পবিত্র কোরআন মুখস্তকারী হাফেজা ছোট্ট এ মারজুকা দ্বীনি এলেম শিক্ষা করে ভবিষ্যতে উপকূলীয় অঞ্চলের অসহায় মানুষের মাঝে ছড়িয়ে দিতে চান বিশ্ব গ্রন্থ আল কোরআনের বাণী। এমন প্রত্যাশা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।

জাকারিয়া জাহিদ/এনএ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর