আলফাডাঙ্গায় বেস্ট লাইফ ইন্স্যুরেন্সের এক্সিলেন্স অ্যান্ড প্রোটেকশন মিট অনুষ্ঠিত
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৭
ফরিদপুরের আলফাডাঙ্গায় বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর আলফাডাঙ্গা জোনাল অফিসের উদ্যোগে 'এক্সিলেন্স অ্যান্ড প্রোটেকশন মিট' ও বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা সদর বাজারের ফুড ফ্যাক্টরি রেস্টুরেন্টে এই সভার আয়োজন করা হয়।
আলফাডাঙ্গা জোনাল অফিসের ম্যানেজার মোহাম্মদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ট্রেনিং জামিল উদ্দিন মিন্টু। তিনি তার বক্তব্যে বীমা পেশায় উৎকর্ষ সাধনের মাধ্যমে গ্রাহকের নিরাপত্তা ও আমানত নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বেস্ট লাইফ ইন্স্যুরেন্সের এজেন্সি ডিরেক্টর সাজেদ মাতুব্বর ও সহকারী এজেন্সি ডিরেক্টর কামরুন্নাহার জুথি।
বক্তারা বীমা শিল্পের আধুনিকায়ন, দ্রুততম সময়ে গ্রাহক সেবা নিশ্চিতকরণ এবং ২০২৬ সালের লক্ষ্যমাত্রা অর্জনে দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া দক্ষ জনবল তৈরি ও জীবন বীমার গুরুত্ব তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে মাঠ পর্যায়ের কর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় আলফাডাঙ্গা জোনাল অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। আমন্ত্রিত অতিথিবৃন্দ ও কর্মকর্তাদের সম্মিলিত অংশগ্রহণে দুপুরের পর অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই ধরনের সভার মাধ্যমে প্রতিষ্ঠানের কার্যক্রমে আরও গতিশীলতা আসবে এবং গ্রাহক সেবার মান ত্বরান্বিত হবে।
মিয়া রাকিবুল/এনএ

