Logo

সারাদেশ

নওগাঁর নিয়ামতপুরে জমিতে ছাগল যাওয়ায় সংঘর্ষ, নিহত ১

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১৯:২৮

নওগাঁর নিয়ামতপুরে জমিতে ছাগল যাওয়ায় সংঘর্ষ, নিহত ১

নওগাঁর নিয়ামতপুরে গমের জমিতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় সাহাবুল ইসলাম (৫৫) নিহত হয়েছেন। তার স্ত্রী পারুল আক্তার (৪৮) ও ছেলে গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেলে ভর্তি রয়েছেন।

রোববার সন্ধ্যায় রসুলপুর ইউনিয়নের মুন্দখৈর এলাকায় সংঘটিত এ ঘটনায় মূল আসামি সালাম ও তার ছেলে রিপনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, সংঘর্ষের সময় হামলাকারীরা হাঁসুয়া, চাকু ও লাঠি ব্যবহার করে। সাহাবুলের মৃত্যু ঘটেছে ঘটনাস্থলেই।

নিয়ামতপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, ‘একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

এম এ রাজ্জাক/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংঘর্ষ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর