Logo

সারাদেশ

সীমান্তে ‘গুলিবিদ্ধ যুবক’ গুজবের পেছনের সত্য জানাল বিজিবি

Icon

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ২০:১০

সীমান্তে ‘গুলিবিদ্ধ যুবক’ গুজবের পেছনের সত্য জানাল বিজিবি

লালমনিরহাট সীমান্তে বাংলাদেশি এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন—এমন একটি গুজব সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় কিছু অনির্ভরযোগ্য সূত্রে ছড়িয়ে পড়লেও এর কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (২২ ডিসেম্বর) কিছু স্থানীয় অনির্ভরযোগ্য সূত্রের বরাতে দাবি করা হয় যে, লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধীনস্থ দৈখাওয়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় প্রতিপক্ষ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর গুলিতে এক বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়েছেন।

সংবাদটি ছড়িয়ে পড়ার পরপরই বিষয়টির সত্যতা যাচাইয়ে ১৫ বিজিবির ব্যাটালিয়ন পর্যায়ে অধিনায়ক এবং প্রতিপক্ষ ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডারের সঙ্গে যোগাযোগ করা হয়। একই সঙ্গে বিওপি পর্যায়ে দৈখাওয়া বিওপি কমান্ডার ও প্রতিপক্ষ শিষরাম ক্যাম্প কমান্ডারের সঙ্গেও কথা বলা হয়। উভয় পক্ষই সীমান্ত এলাকায় কোনো ধরনের মরণঘাতী বা অমরণঘাতী অস্ত্র ব্যবহারের ঘটনা অস্বীকার করেন।

পরবর্তীতে বিশ্বস্ত গোয়েন্দা সূত্রের তথ্যের ভিত্তিতে কথিত আহত ব্যক্তি বাংলাদেশি নাগরিক মো. রনি (২২), পিতা মো. হারুন অর রশিদ, গ্রাম গোতামারী, থানা হাতীবান্ধা, জেলা লালমনিরহাট-এর বাড়িতে ১৫ বিজিবির একটি টিম সরেজমিনে যায়। এ সময় কোম্পানি কমান্ডার তার পিতার সঙ্গে কথা বলেন। রনির পিতা জানান, গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার বিষয়ে তিনি কোনো তথ্য জানেন না।

এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, কথিত ব্যক্তি এলাকায় মাদক বহনকারী হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। তবে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, তিনি রাবার বুলেটের আঘাত পেয়ে থাকতে পারেন, যা শরীরে প্রবেশ করে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে চিকিৎসা নেওয়ার উদ্দেশ্যে তিনি রংপুরে যেতে পারেন বলেও ধারণা করা হচ্ছে।

বিজিবি আরও জানায়, পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ ও যাচাই কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

রাহেবুল ইসলাম টিটুল/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিজিবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর