মাগুরায় অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পুলিশ পরিবারের সংবর্ধনা
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ২০:৫৭
ছবি : বাংলাদেশের খবর
মাগুরায় অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পুলিশ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মানে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) বিকেলে মাগুরা জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্সের ড্রিল শেডে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাগুরা জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পুলিশের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান গভীর শ্রদ্ধার সঙ্গে সকল বীর মুক্তিযোদ্ধাকে স্মরণ করেন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি বলেন, ‘১৯৭১ সালের রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশের ভূমিকা ছিল অত্যন্ত গৌরবোজ্জ্বল। রাজারবাগ থেকে শুরু করে সারা দেশে বহু পুলিশ সদস্য সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে দেশের জন্য প্রাণ দিয়েছেন। তাঁদের এই বীরত্বের ইতিহাস বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।’

তিনি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী পুলিশ সদস্যদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের সম্মানে এমন আয়োজন করতে পেরে মাগুরা জেলা পুলিশ গর্বিত।’
অনুষ্ঠানে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শাহ্ শিবলী সাদিকসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবর্ধনা প্রাপ্ত অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জেলা পুলিশের এই উদ্যোগের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেষে এক আবেগঘন পরিবেশে মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
তাছিন জামান/এমএইচএস

