পাবনার বর্ষীয়ান নেতা কমরেড নজরুল ইসলাম সরকার মারা গেছেন
পাবনা প্রতিনিধি
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১১:৩৩
কমরেড নজরুল ইসলাম সরকার
পাবনার বেড়া উপজেলার হাঁটুরিয়া–নাকালিয়া ইউনিয়নের প্রবীণ রাজনীতিবিদ ও জননেতা কমরেড নজরুল ইসলাম সরকার আর নেই।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৮টা ৩০ মিনিটে চরনাকালিয়া গ্রামে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
যমুনার চরাঞ্চলে জন্ম নেওয়া এই নেতা আজীবন সাধারণ মানুষের অধিকার আদায়ে কাজ করে গেছেন। তিনি ছিলেন চরাঞ্চলের একজন অত্যন্ত সৎ, সাহসী ও নীতিবান ব্যক্তিত্ব। রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার হাঁটুরিয়া–নাকালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে জয়ী না হলেও তার আদর্শ ও আপসহীন নেতৃত্বের কারণে তিনি দল-মত নির্বিশেষে এলাকাবাসীর কাছে অত্যন্ত শ্রদ্ধার পাত্র ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বাদ আসর চরনাকালিয়া মসজিদ মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।
তার মৃত্যুতে বেড়া উপজেলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
এমএইচএস

