ফেনী গাইনেকোলজি সোসাইটির সভাপতি ডা. স্বপ্না ও সম্পাদক ডা. মিলি
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১১:৫২
ফেনীতে গাইনেকোলজি সোসাইটির নির্বাচনে ডা. হাসিনা আক্তার স্বপ্না সভাপতি ও ডা. জাসরিন আক্তার মিলি নির্বাচিত হয়েছেন। সম্প্রতি শহরের সিজলার চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ডা. আবুল হসেম বাদল ও আরমান বিন আবদুল্লাহ।
নির্বাচনে ৪০ জন ভোটারের মধ্যে ৩৮জন ভোট প্রদান করেন।। এতে ১৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয় ডা. হাসিনা আক্তার স্বপ্না, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. মলয় কান্তি চক্রবর্তী ১৬ ভোট পেয়েছে। ২৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয় ডা. জাসরিন আক্তার মিলি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. নিলুফা সুলতানা ১২ ভোট পেয়েছে।
নির্বাচন কমিশনার ডা. আরমান বিন আবদুল্লাহ জানান, ‘সকাল থেকে গাইনি চিকিৎসকদের নির্বাচনে ফেনীর চিকিৎসকদের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে নির্বাচনটি অনুষ্ঠিত হয়। এসময় ফেনী ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সাধারণ সম্পাদক ডা. মোবারক হোসেন দুলাল, দপ্তর সম্পাদক ডা. কামরুজ্জামান জিকু সহ চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।’
এ কমিটি আগামী ২ বছরের জন্য গঠন করা হয়েছে।
এম. এমরান পাটোয়ারী/এনএ

