লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ আটক ২
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১২:২৬
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ দুইজনকে আটক করেছে বিজিবি।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২২ ও ২৩ ডিসেম্বর পৃথক অভিযানে কুড়িগ্রাম ও লালমনিরহাট এলাকায় অভিযান চালানো হয়। এসব অভিযানে ১ হাজার ৫৮৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং ১ দশমিক ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
কাশিপুর বিওপির আওতাধীন আজওয়াটারী এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ১০০ পিস ইয়াবাসহ মো. আবুল কাশেম (২৭) এবং কুলাঘাট চেকপোস্ট থেকে ১ দশমিক ২ কেজি গাঁজাসহ মো. জাহাঙ্গীর আলমকে আটক করা হয়। এছাড়া গঙ্গারহাট বিওপি এলাকায় পরিত্যক্ত অবস্থায় ৪৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত মাদকের আনুমানিক সিজার মূল্য প্রায় ৪ লাখ ৭৯ হাজার ৭০০ টাকা। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে মাদকসহ হস্তান্তর করা হয়েছে।
১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, ‘পিএসসি বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে সীমান্তে বিজিবির অভিযান ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।’
রাহেবুল ইসলাম টিটুল/এনএ

