Logo

সারাদেশ

বগুড়ায় লোটো শোরুমের মালিকের লাশ উদ্ধার

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১৩:০৯

বগুড়ায় লোটো শোরুমের মালিকের লাশ উদ্ধার

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সিও অফিস বাজারে অবস্থিত একটি লোটো শোরুমের মালিক পিন্টু আকন্দ (৩৮) অপহরণের একদিন পর তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে আদমদীঘি উপজেলার কুমারপাড়া এলাকা থেকে পিন্টু আকন্দের মরদেহ উদ্ধার করা হয়। তিনি নওগাঁ জেলার রাণীনগর উপজেলার লৌহচড়া গ্রামের মৃত আয়েজ উদ্দিনের ছেলে এবং পেশায় একজন ব্যবসায়ী।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন।

তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি হাইস মাইক্রোবাস জব্দ করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক ৯টার দিকে অজ্ঞাতনামা ৫–৬ জন ব্যক্তি ঢাকা মেট্রো-চ ১৫-৩২৬৮ নম্বরের একটি সাদা রঙের হাইস মাইক্রোবাসে করে দুপচাঁচিয়া সিও অফিস বাজারে আসে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ৯টা ৮ মিনিটে মাইক্রোবাসটি লোটো শোরুমের সামনে থামে। এ সময় গাড়ি থেকে চারজন দুর্বৃত্ত নেমে একজন আগ্নেয়াস্ত্রের মুখে পিন্টু আকন্দকে শোরুম থেকে টেনে বের করে মাইক্রোবাসে তুলে নেয়।

এরপর দুর্বৃত্তরা পিন্টুকে নিয়ে বগুড়া- নওগাঁ আঞ্চলিক মহাসড়ক ধরে আদমদীঘির দিকে চলে যায়। অপহরণকারীদের সবার মুখ ঢাকা ছিল।

পরে গাড়িটির মালিক জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে লক্ষ্য করেন যে, গাড়িটি নির্ধারিত স্থানে না গিয়ে অস্বাভাবিকভাবে ঘোরাফেরা করছে। সন্দেহ হলে তিনি দূর থেকে গাড়ির ইঞ্জিন বন্ধ করে দেন। এতে গাড়িটি বিকল হয়ে গেলে অপহরণকারীরা গাড়িটি ফেলে রেখে পালিয়ে যায়।

পরবর্তীতে জিপিএস সংকেত অনুসরণ করে খবর পেয়ে আদমদীঘি ও দুপচাঁচিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আদমদীঘি থানাধীন কোমারভোগ গ্রাম থেকে কোমারপুর গ্রামীণ সড়কের তোফাজ্জলের বাড়ির সামনে থেকে মাইক্রোবাসটি উদ্ধার করে। তল্লাশির একপর্যায়ে গাড়ির পেছনের সিটের পা রাখার অংশ থেকে পিন্টু আকন্দের মরদেহ উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন আরও জানান, নিহতের নাক ও মুখ স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তাঁকে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

জুয়েল হাসান/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মরদেহ উদ্ধার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর