শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ কক্ষ পুড়ে ছাই
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১৩:২৭
গাজীপুরের শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ির ১১টি কক্ষের সব মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে স্বর্ণালংকার, নগদ অর্থ ও আসবাবপত্রসহ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের জৈনা বাজার এলাকার আবদার গ্রামে রফিকুল ইসলাম রবির ভাড়া বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট সকাল ৭টা ১০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় বাসিন্দারা জানান, ভোরের দিকে বাড়ির একটি কক্ষে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে বাড়ির মোট ৩০টি কক্ষের মধ্যে ১১টি কক্ষ সম্পূর্ণভাবে পুড়ে যায়।
ওই বাড়ির এক ভাড়াটিয়া বলেন, ‘ভোরে হঠাৎ আমার পাশের কক্ষে আগুন লাগে। খুব অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। আমরা কিছুই বের করতে পারিনি। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন।’
একাধিক ভাড়াটিয়া জানান, ‘শীতের সকালে ঘুমন্ত অবস্থায় আগুন লাগার খবর পেয়ে সবাই আতঙ্কিত হয়ে ঘর থেকে বের হন। কেউ পরনের কাপড় ছাড়া আর কিছুই উদ্ধার করতে পারেননি। চোখের সামনে কষ্টে গড়া স্বপ্ন আগুনে পুড়ে যেতে দেখেছেন তারা।’
বাড়ির মালিক রফিকুল ইসলাম রবি বলেন, ‘পাবেল নামে এক ভাড়াটিয়ার কক্ষে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় কেউ ঘরে ছিল না। এতে আমার বাড়ির ৩০টি কক্ষের মধ্যে ১১টি সম্পূর্ণ পুড়ে গেছে। নগদ টাকা ও স্বর্ণালংকারসহ সব মালামাল নষ্ট হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকার বেশি।’
শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. নুরুল করিম জানান, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে প্রায় ১০টি কক্ষ পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।’
আতাউর রহমান সোহেল/এনএ

