Logo

সারাদেশ

বগুড়ায় যুবলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

Icon

ধুনট (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১৪:১৪

বগুড়ায় যুবলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

বগুড়ার ধুনটে নাশকতা মামলায় নিমগাছি ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি শহিদুল ইসলাম কোয়েলকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার সোনাহাটা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শহিদুল ইসলাম কোয়েল শিয়ালি গ্রামের মৃত কোমর উদ্দিন মণ্ডলের ছেলে ও নিমগাছি ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি।

মামলা সূত্রে জানা যায়, গত ৩০ নভেম্বর রাত পৌনে ২টার দিকে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী সংবদ্ধ হয়ে চৌকিবাড়ি ইউনিয়নের ভুবনগাঁতি গ্রামের তিনমাথা পাকা রাস্তায় মশাল মিছিল নিয়ে জয় বাংলা স্লোগান দেয়। এসময় তারা মুর্হুমুহু ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক ছড়িয়ে দিয়ে নাশকতা সৃষ্টি করে। হঠাৎ ককটেলের বিকট শব্দ শুনে যুবদল ও ছাত্রদলের কয়েক জন নেতাকর্মী বাহিরে এসে প্রতিরোধের চেষ্টা করে।

এ-সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র দিয়ে তাদের উপর হামলা চালায় এবং প্রাণনাশের চেষ্টা করে। এঘটনায় ১০ ডিসেম্বর রাতে গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহম্মেদ বাদী হয়ে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়েছে। ওই মামলায় শহিদুল ইসলাম কোয়েলের নাম না থাকলেও তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

‎ধুনট থানার সেকেন্ড অফিসার এসআই মোস্তাফিজ আলম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মিনহাজ উদ্দিন/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর