Logo

সারাদেশ

নওগাঁয় পারিবারিক কলহে স্ত্রী হত্যার অভিযোগ, স্বামীসহ আটক ৩

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১৪:৩০

নওগাঁয় পারিবারিক কলহে স্ত্রী হত্যার অভিযোগ, স্বামীসহ আটক ৩

নওগাঁর মান্দা উপজেলায় পারিবারিক কলহের জেরে জেসমিন আক্তার (২৭) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বামী উজ্জ্বল হোসেন (৩৫)সহ তিনজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার কুসুম্বা ইউনিয়নের গাইহানা কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে স্বামী উজ্জ্বল হোসেনের সঙ্গে জেসমিন আক্তারের পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে এ নিয়ে দুজনের মধ্যে আবারও বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উজ্জ্বল হোসেন স্ত্রীকে মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে দাবি করা হয়।

খবর পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

এ ঘটনায় নিহতের স্বামী উজ্জ্বল হোসেন (৩৫), তার বাবা ইউনুস আলী ও মা জোসনা বেগমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পারিবারিক কলহ থেকেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আমরা অভিযুক্ত স্বামীসহ তিনজনকে আটক করেছি। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তদন্তসাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এম এ রাজ্জাক/এমবি  

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন আটক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর