টাঙ্গাইলে ৩ বন্ধুর জানাজায় হাজারো মানুষের ঢল
সখীপুর( টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১৫:২৬
টাঙ্গাইলের সখীপুরে মোটর সাইকেল এক্সিডেন্টে মারা যাওয়া আবির, লিখন ও সাব্বির নামের ৩ বন্ধুর জানাজায় হাজারো মানুষের ঢল। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল নয়টায় সখীপুর উপজেলার কালিদাস কলিমউদ্দন উচ্চ বিদ্যালয় মাঠে তাদের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
মৃত আবির হোসেন( ১৬), পিতা : মোহাম্মদ মিয়া, গ্রাম : কালিদাস পানাউল্লাহ পাড়া, লিখন(১৬), পিতা : ময়েন উদ্দিন, গ্রাম : কালিদাস, সাব্বির( ২০), পিতা: রউফ মিয়া, গ্রাম : কালিদাস ফুলঝুড়ি পাড়া, সখীপুর টাঙ্গাইল। আবির ও লিখন কালিদাস কলতান বিদ্যা নিকেতনের নবম শ্রেণির ছাত্র এবং সাব্বির হোসেন অনার্স প্রথম বর্ষের ছাত্র।
গতকাল (২২ ডিসেম্বর) দুটি মোটরসাইকেল নিয়ে পাঁচ বন্ধু বেড়াতে বের হয়। উপজেলার কালমেঘা বেলতলী নামক স্থানে এলোমেলো ভাবে রাস্তা দিয়ে মোটরসাইকেলের চালানোর সময় দুটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হলে ঘটনাস্থলে আবির মারা যায়।
আবির হোসেন সহ ৫ জন কে সখীপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার আবু বকর সিদ্দিক আবির হোসেন কে মৃত ঘোষণা করে বাকিদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়। ঢাকা নিয়ে যাওয়ার পথে লিখন নামের অপর বন্ধুর মৃত্যু হয়। সাব্বির নামের আরেক বন্ধু ঢাকায় গেলে তারও মৃত্যু হয়। বাকি দুজন মজাহিদও সুজন কিছুটা শংঙ্কামুক্ত বলে জানা যায়।
এ ব্যাপারে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘গত কাল রাতেই আমরা পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছি। তবে এ রকম ঘটনা খুবই দুঃখ জনক।’
মো. কামাল হোসেন/এনএ

