Logo

সারাদেশ

ঝিনাইদহ-১

অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১৬:১০

অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

ছবি : বাংলাদেশের খবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন স্থানীয় বিএনপি নেতারা।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারীর কাছ থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেনের নেতৃত্বে দলটির উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির উপদেষ্টা আব্দুল বারি মোল্লা, সহসভাপতি খলিলুর রহমান, জেলা বিএনপির সহসভাপতি নজরুল জোয়ার্দার ও রাকিবুল ইসলাম দিপু, উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসেন মোল্লা এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডু।

ইউএনও (ভারপ্রাপ্ত) দেবাশীষ অধিকারী বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ২টার দিকে আসাদুজ্জামানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এ সময় ভোটার তালিকার চালান কপিও তারা গ্রহণ করেন।

ঝিনাইদহ-১ আসনটি একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ২৭০ জন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি বা গণঅধিকার পরিষদ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী ঘোষণা করেনি।

মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু। আসাদুজ্জামান ২০১৮ সালের নির্বাচনে এই আসনে বিএনপির প্রার্থী ছিলেন।

স্থানীয় বিএনপির বিভিন্ন শাখার নেতাকর্মী গত কয়েক মাস ধরে তার পক্ষে প্রচারণা চালিয়ে আসছেন। সম্প্রতি এক দোয়া মাহফিলে আসাদুজ্জামান বিএনপির প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা পুনর্ব্যক্ত করেন। তিনি বিএনপির উচ্চপর্যায়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে অ্যাটর্নি জেনারেল পদ থেকে ইস্তফা দিয়ে ২৮ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেবেন বলেও উল্লেখ করেন।

২০০১ সাল থেকে ঝিনাইদহ-১ আসনটি আওয়ামী লীগের দখলে রয়েছে। বিএনপি ছাড়াও জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রভৃতি দল এই আসনে তাদের প্রার্থী মনোনয়ন দিয়েছেন। আসনটিতে বিএনপির দলীয় মনোনয়ন কে পাবেন, তা নিয়ে স্থানীয় পর্যায়ে অপেক্ষার প্রহর গুনছে রাজনৈতিক মহল।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর