বিশেষ ট্রেন বরাদ্দ না পাওয়ায় লালমনিরহাটে রেলপথ অবরোধ
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, লালমনিরহাট
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১৬:১২
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিশেষ ট্রেন বরাদ্দ না পাওয়ার প্রতিবাদে লালমনিরহাটে রেলপথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ‘সর্বস্তরের জনগণ’। এতে ঢাকাগামী ট্রেন চলাচল বন্ধ হয়ে স্টেশনে চরম অচলাবস্থার সৃষ্টি হয়।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টার দিকে লালমনিরহাট রেলস্টেশনে ঢাকাগামী ‘লালমনি এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনের সামনে বসে ও শুয়ে রেললাইন অবরোধ করেন বিক্ষোভকারীরা। ফলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। স্টেশনের উভয় পাশে দীর্ঘ সময় ধরে আটকা পড়েন শত শত যাত্রী। এতে ভোগান্তিতে পড়েন নারী, শিশু ও বৃদ্ধ যাত্রীরা।
বিক্ষোভকারীরা জানান, আগামী ২৫ ডিসেম্বর ঢাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে গত ১৯ ডিসেম্বর রেলওয়ে কর্তৃপক্ষের কাছে লালমনিরহাট থেকে ঢাকাগামী একটি বিশেষ ট্রেন বরাদ্দের আবেদন করা হয়।
তবে কয়েক দিন অপেক্ষার পর সোমবার রাতে রেল কর্তৃপক্ষ জানায়, বিশেষ ট্রেন বরাদ্দ দেওয়া সম্ভব নয়। এ সিদ্ধান্তের প্রতিবাদেই তারা রেলপথ অবরোধে নামেন বলে জানান বিএনপি নেতারা।
রাহেবুল ইসলাম টিটুল/এমবি

