শ্রীপুরে ট্রাকচালকের সহকারীর মরদেহ উদ্ধার
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১৬:২৬
গাজীপুরের শ্রীপুরে ভাড়া বাসা থেকে ওবায়দুল্লাহ (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরের শ্রীপুরে ভাড়া বাসা থেকে ওবায়দুল্লাহ (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি স্থানীয় একটি কারখানায় ট্রাকচালকের সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোররাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গাজীপুর গ্রামে ‘স্টীল মার্ক বিল্ডার্স লিমিটেড’ কারখানার পাশের আশরাফুল ইসলামের ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ওবায়দুল্লাহ বরগুনার তালতলি উপজেলার চন্দনতালা গ্রামের গোলাম মোস্তফার ছেলে। দেড় মাস আগে কর্মসংস্থানের উদ্দেশ্যে গাজীপুরে এসে তিনি ওই কারখানায় চাকরি নেন এবং ভাড়া বাসাটিতে বসবাস করছিলেন।
পুলিশ ও নিহতের স্বজনদের বরাতে জানা যায়, সোমবার রাতে খাবার খেয়ে ঘুমাতে যান ওবায়দুল্লাহ। ভোরের কোনো এক সময় তিনি মারা যান বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে তার কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখে সহকর্মীরা ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হয়।
নিহতের পাশের কক্ষের ভাড়াটিয়া আব্দুল্লাহ জানান, ওবায়দুল্লাহ স্বভাবগতভাবে চুপচাপ ছিলেন। মাঝেমধ্যে তাকে ফোনে কথা বলার সময় ঝগড়া বা বকাঝকা করতে শোনা যেত।
নিহতের মামাতো বোন নিশি বলেন, আমার ভাই খুব সহজ-সরল ছিল। কী কারণে এমন ঘটনা ঘটল, আমরা বুঝতে পারছি না। সঠিক তদন্তের দাবি জানাচ্ছি।
নিহতের চাচা ইদ্রিস জানান, ওবায়দুল্লাহ অবিবাহিত ছিলেন। মৃত্যুর খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।
কারখানার এডমিন ম্যানেজার শাহাদাত হোসেন বলেন, ওবায়দুল্লাহ আমাদের ট্রান্সপোর্ট বিভাগের চালকের সহকারী ছিল। গত কয়েক দিন সে কাজে আসেনি। আমাদের জানানো হয়েছিল, সে অসুস্থ।
মাওনা চকপাড়া ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সোহেল/এমবি

