মেহেরপুরে ট্রলির ধাক্কায় স্বামী নিহত, স্ত্রী-সন্তান আহত
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৭
মেহেরপুরের গাংনী-কুথুলী সড়কে ইট বহনকারী ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী তুহিন হোসেন নিহত হয়েছেন। ছবি : বাংলাদেশের খবর
মেহেরপুরের গাংনী-কুথুলী সড়কে ইট বহনকারী ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী তুহিন হোসেন নিহত হয়েছেন। এ সময় তার স্ত্রী তমা খাতুন ও শিশু তানহা আহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকাল ৫টায় গাংনী-কুথুলী সড়কের ভাটপাড়া বাঙ্গালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত তুহিন হোসেন গাংনী উপজেলার মাইলমারী ধলা গ্রামের জামাল উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রনিক মিস্ত্রি ছিলেন।
স্থানীয়রা জানান, নিহত তুহিন তার স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেল যোগে গাংনী আসছিলেন। ভাটপাড়া বাঙ্গালপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির স্যালোইঞ্জিন চালিত ট্রলি সঙ্গে মুখোমুখি ধাক্কা দেয়। এতে তুহিন ঘটনাস্থলেই মারা যান।
আহত তমা খাতুন ও শিশু তানহাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করা হয়।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ফারুক হোসেন জানান, তমা খাতুন ও তানহার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রেফার করা হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, নিহতের মরদেহ উদ্ধার প্রক্রিয়া চলছে।
আকতারুজ্জামান/এমবি

